তথ্যপ্রযুক্তির সেবা তৃণমূলে পৌঁছে দিতে হবে। দেশব্যাপী তথ্যপ্রযুক্তির উন্নয়নে সরকারের যে প্রয়াস তা দেশের সর্বত্রের মানুষের কাছে বিশ্বাসযোগ্য করতে হবে।
শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বিসিসি মিলনায়তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর আয়োজিত ‘ইনফো সরকার-৩ কি চাই’ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন বক্তারা।
আইসিটি বিভাগের সচিব নজরুল ইসলাম খানের সভাপতিত্বে কর্মশালার প্রধান আলোচক ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, বিশেষ আলোচক ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক । আরও অংশ নেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু বকর সিদ্দিক, আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক মোস্তফা কামাল উদ্দীন, বেসিসের সভাপতি শামীম আহসান।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৪