ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফুজিতসু ‘এলএইচ ৫৩২ মডেলে’ চলছে অফার

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৪
ফুজিতসু ‘এলএইচ ৫৩২ মডেলে’ চলছে অফার

সুপরিচিত জাপানি ফুজিতসু ব্র্যান্ডের এলএইচ ৫৩২ মডেলের নোটবুক এখন মধ্যবিত্তদের ক্রয়ক্ষমতার মধ্যে। কম্পিউটার সোর্সের দেওয়া বৈশাখী অফারে মাত্র ২৯ হাজারে যাচ্ছে ল্যাপটপটি।

বিপণন প্রতিষ্ঠানের দেওয়া তথ্য মতে, তৃতীয় প্রজন্মের পেন্টিয়াম ডুয়্যাল-কোর বি২০২০এম  মডেলের ইন্টেল প্রসেসরের নোটবুকে রয়েছে প্রশস্ত ১৪ ইঞ্চি পর্দা। বাজারের অন্যসব ব্র্যান্ডের তুলনায় ফুজিতসু এলএইচ ৫৩২  হালকা এবং পাতলা। অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে আছে ৫০০ জিবি হার্ড ডিস্ক, ২জিবি ৠাম, ইন্টেল এইচডি ৪০০০ গ্রাফিক্স, ডুয়াল লেয়ার ডিভিডি রাইটার ও এইচডি ক্যাম।

তারহীন নেটওয়ার্ক সুবিধায় পাওয়া যাবে ব্লু-টুথ ৪.০, ওয়াইফাই টেকনোলজি। এর আরেকটি সুবিধা বন্ধ অবস্থায় ৪টি ইউএসবি পোর্টের একটি দিয়ে চার্জ দেওয়া যায় যা একবার চার্জে চলবে সাড়ে ৪ ঘণ্টা। সীমিত সময়ের এ অফারে ক্রেতাদের জন্য থাকছে বহন সুবিধার মানানসই ক্যারিকেস।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৪

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।