ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গুগল গ্লাস

. | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৪
গুগল গ্লাস

গুগল গ্লাস: চোখের সামনে যা দেখছেন তা মুর্হূতেই শেয়ার করতে পারছেন, হাতের কোনো ধরনের সাহায্য ছাড়াই। রেকর্ড করতে পারছেন তাতেও লাগছে না হাতের সাহায্য।



আপনার যেকোনো প্রশ্নের উত্তর বা তথ্যাদি চাওয়া মাত্রই চোখের সামনে তুলে ধরছে। যা বলছেন মুর্হূতেই তা বুঝে নিয়ে তাৎক্ষণিক জবাব দিচ্ছে। এছাড়া চোখের এক পলকেই তুলে দিচ্ছে ছবি।

প্রযুক্তির উৎকর্ষের এ যুগে গুগল গ্লাসের কল্যাণে আপনি যা চান তা সহজেই পেয়ে যাচ্ছেন চোখের সামনে, যা আপনার জীবনের চলার পথকে সহজ ও সুন্দর করে দিচ্ছে। এর মাধ্যমে আপনি বাস্তব ও ভার্চুয়াল জগতের মধ্যে ভেসে বেড়াতে পারছেন।

বর্তমানে যুক্তরাষ্ট্রের কিছু সংখ্যক মানুষ এক হাজার পাঁচশ’ ডলার ব্যয় করে গুগল গ্লাসের এ সুবিধা নিতে পারছেন।

সম্প্রতি ভার্চুয়াল রিয়্যালিটি হেডসেট নির্মাতা প্রতিষ্ঠান অকুলাস ভিআর’র সঙ্গে চুক্তি করেছে সামাজিক যোগযোগের অন্যতম মাধ্যম ফেসবুক।

এখন ফেসবুক নতুন কী প্রযুক্তি নিয়ে আসে তা দেখার অপেক্ষায় প্রযুক্তি জ্বরে আক্রান্ত বিশ্ব।

 

hand_device

 

হাতে ব্যবহারযোগ্য ডিভাইস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।