কোরিয়ান জায়ান্টের প্রজেক্টরযুক্ত প্রথম গ্যালাক্সি বিম ফোন প্রকাশ পায় ২০১০ সালে। এরপর এ সিরিজে নতুন কোনো পণ্য আসেনি।
৪.৬৬ ইঞ্চি ডব্লিউভিজিএ প্রযুক্তি পর্দা, ১.২ গিগাহার্জ কুয়াডকোর প্রসেসর এবং অ্যান্ড্রয়েড জেলি বিনের ৪.২ সংস্করণ নিয়ে বিম ২ আসছে বলে ওয়েবসাইটটিতে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, প্রথম গ্যালাক্সি বিমের বিক্রি খুব ভাল হওয়ায় প্রতিষ্ঠানের অগ্রগতি আসে ফলে বাজারে এর ভাল সুনাম আছে। কিন্তু পণ্যটি সে সময় খুব স্বল্প-সংখ্যক বাজার পায়। ভারতে প্রজেক্টর ফোন উন্মুক্ত হয় ২০১২ সালে। সময়ের হিসাবে সেকেলে বৈশিষ্ট্য এবং চড়া মূল্যের কারণে পণ্যটি স্থানীয় বাজারে আশানুরুপ সাড়া ফেলতে ব্যর্থ হয়।
তথ্য মতে, গ্যালাক্সি বিম ২’তে পিকো প্রজেক্টরটি ঠিক উপর দিক থাকবে যা পণ্যের সবচেয়ে লক্ষণীয় বৈশিষ্ট্য। এর বাহিরের বৈশিষ্ট্য ধাতুতে মোড়ানো যা কিনা প্রতীয়মান করছে প্রতিষ্ঠানের অ্যাটিভ উইন্ডোজ হ্যান্ডসেটের সদৃশ্যতাকে।
স্যামসাং’র ওয়েবপেজে উল্লেখকৃত অন্য সমস্ত বৈশিষ্ট্যগুলো ব্লুটুথ ৪.০, মেমোরি কার্ড স্লট যা সর্বোচ্চ ৬৪ জিবি পর্যন্ত মেমোরি সাপোর্ট করে, ২৬০০ এমএএইচ ব্যাটারি।
তবে চীনে বা অন্যান্য বাজারে পণ্যটি কবে আসতে পারে সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। স্যামসাং’র আগের কার্য বিবেচনা করে অনেকেই ধারণা করছে নুতন গ্যালাক্সি বিমের বিক্রি কেবল চীনের বাজারের মধ্যে সীমাবদ্ধ থাকবে।
বাংলাদেশ সময়: ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৪