বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে: তথ্যপ্রযুক্তি ভিত্তিক উদ্যোগ ও উদ্ভাবনের মধ্যে সমন্বয়ের লক্ষ্যে একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
শনিবার বেলা ১১টা ২০ মিনিটে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে-এ চুক্তি সই হয়।
শাবিপ্রবির পক্ষে চুক্তিতে সাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ও একসেস টু ইনফরমেশনের পক্ষে চুক্তিতে সাক্ষর করেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।
এসময় জাফর ইকবাল বলেন, বাংলায় কোনো সার্চ ইঞ্জিন ছিল না। আমরা একটি সার্চ ইঞ্জিন তৈরি করি এবং তা প্রদর্শন করি। এটি দেখার পর অনেকে আগ্রহ প্রকাশ করেন। পরে ‘পিপীলিকা’ নামে সার্চ ইঞ্জিন তৈরি করা হয়। এ সার্চ ইঞ্জিনের মাধ্যমে বাংলা ভাষায়ই যেকোনো তথ্য পাওয়া যাবে।
বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, পিপীলিকার উদ্বোধনের দিন আমি উপস্থিত ছিলাম, আজও আছি।
এসময় পিপীলিকা সার্চ ইঞ্জিন নিয়ে তিনি স্বরচিত চার লাইন কবিতা পড়ে শোনান, ‘পিপীলিকা সার্চ ইঞ্জিন, অজর্ন খানা বেশ; চেষ্টা করলে বাঙালিও পারে, সাবাশ বাংলাদেশ’।
প্রযুক্তির মেলবন্ধনে ‘ভবিষ্যতের বাংলাদেশ’ বিনির্মাণের প্রত্যয়ে গত বুধবার থেকে শুরু হয়েছে তথ্যপ্রযুক্তি-ভিত্তিক দেশের সবচেয়ে বড় উৎসব ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৪’। চার দিনব্যাপী এ মেলার শেষ দিন শনিবারও থাকছে তথ্যপ্রযুক্তি বিষয়ক সেমিনার ও কর্মশালা।
** শিশুদের সঙ্গে ডিজিটাল ওয়ার্ল্ডে জাফর ইকবাল
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জুন ০৭, ২০১৪/ আপডেটেড: ১৩২০ ঘণ্টা