বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে: গল্পে গল্পে শিশুদের মন মাতালেন বিশিষ্ট লেখক, পদার্থবিদ, ও শিক্ষাবিদ ড. মুহাম্মদ জাফর ইকবাল। শিশুদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা প্রযুক্তিকে ব্যবহার করতে চাই।
শনিবার বেলা ১১টায় ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৪’র শেষ দিনে শিশুদের জন্য বিশেষ আয়োজন ‘চিলড্রেন্স ডিজিটাল ওয়ার্ল্ড’ সেমিনারে বক্তব্য দানকালে একথা বলেন তিনি। সেমিনারটির সঞ্চালনাও করেন তিনি।
বক্তব্যে শিশুদের মোট তিনটি গল্প শোনান জাফর ইকবাল।
তিনি বলেন, প্রযুক্তির চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় একজন মানুষের আইডিয়া। আমরা কাজ করতে পারি, কিন্তু বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে চাই না।
উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, শাহজালাল বিশ্ববিদ্যালয় যখন ড্রোন বানানোর কথা পরিকল্পনা করছিল তখন হঠাৎ মিডিয়ায় প্রকাশ হয়ে যায়। অথচ তখন পর্যন্ত কোনো কিছুই নির্ধারিত হয়নি।
শুধু আইডিয়ার কারণেই এক সময় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ড্রোন আকাশে উড়েছে এবং ফেসবুকের কারণে সবাই এটা জেনেছে।
এসময় শিক্ষার্থীদের কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখারও আহ্বান জানান জাফর ইকবাল।
এর আগে হিমালয়ে ওঠার অভিজ্ঞতা শিশুদের সঙ্গে শেয়ার করেন নিশাত তাসনিম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী ওয়াসেফ ওসমান, জুনায়েদ আহমেদ পলক, আরণ্যক নাট্যদলের প্রতিষ্ঠাতা মামুনুর রশিদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার প্রমুখ।
** ১০ টাকায় ১০ মিনিট, মোবাইলেই দেখুন বিশ্বকাপ
** ডিজিটাল ওয়ার্ল্ডে ইংরেজি গানের আধিপত্য
** অগমেন্টেড রিয়্যালিটিতে বঙ্গবন্ধুর সঙ্গে নাসিম
**শতভাগ নিরাপত্তা নিশ্চয়তা দিচ্ছে জানালা সিস্টেমস
** তথ্যপ্রযুক্তির উদ্যোগ- উদ্ভাবন সমন্বয়ে সমঝোতা স্মারক
** মানবিকতাকেও গুরুত্ব দিতে হবে
** শিশুদের সঙ্গে ডিজিটাল ওয়ার্ল্ডে জাফর ইকবাল
** শেষদিনে যা থাকছে ডিজিটাল ওয়ার্ল্ডে
** অচিরেই দেশের ২ লাখ সমবায় সমিতির ডিজিটাল ডাটাবেজ
** তাৎক্ষণিক অনলাইন গ্রাহক সেবায় ‘রিভ চ্যাট’
বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, জুন ০৭, ২০১৪