ঢাকা: তথ্য পাওয়া মানুষের অধিকার। তাই তথ্য সেবা জনগণের কাছে পৌঁছে দিতে হবে।
মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রকল্প অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের সহযোগিতায় গণযোগাযোগ অধিদপ্তর জেলা তথ্য কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক দুই দিন ব্যাপী এ কর্মশালা আয়োজন করে।
তথ্যসচিব বলেন, তথ্য মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব সরকারের সঙ্গে জনগণের সেতুবন্ধন গড়ে তোলা, সরকারের দায়িত্ব এবং ভিশন জনগণের কাছে পৌঁছে দেওয়া। আর মন্ত্রণালয়ের পক্ষে এ দায়িত্ব বাস্তবায়ন করেন জেলা তথ্য কর্মকর্তারা। রূপকল্প-২০২১ বা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রয়াস তথ্য প্রযুক্তির সবোর্চ্চ ব্যবহার করে তৃণমূল পর্যায় পর্যন্ত নিয়ে গেছে এটুআই প্রকল্প।
মরতুজা বলেন, ই-সেবার মাধ্যমেই একটি জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব। জেলা তথ্য অফিসারদের মানুষের আঙ্গুলের কাছে তথ্যসেবাকে নিয়ে যেতে হবে। যেন মোবাইলেই মানুষ তথ্য জানতে পারে। প্রান্তিক পর্যায়ে জনগণকে সেবা সম্পর্কে সচেতন করতে হবে এবং সেবা গ্রহণে আগ্রহী করে তুলতে হবে। একইসঙ্গে জনগণকে স্বপ্ন দেখাতে হবে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মধ্য দিয়ে ডিজিটাল বাংলাদেশের দিকে এগিয়ে যেতে।
কর্মশালায় বিভিন্ন জেলা থেকে আসা কর্মকর্তারা তাদের কর্মক্ষেত্রের নানা অভিজ্ঞতা এবং অসুবিধার কথা তুলে ধরেন।
এসময় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং জেলা পর্যায়ের তথ্য অফিসগুলোতে উচ্চ গতি সম্পন্ন ওয়াই-ফাই সংযোগ প্রদাণের দাবি জানান অনেকে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক বেগম কামরুন নাহার এবং বিশেষ অতিথির বক্তব্য দেন এটুআই প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার।
বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, জুন ২৪, ২০১৪