ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ক্লিক ক্রিক ক্রেজ :

বিশ্বকাপ ক্রিকেট উন্মাদনায় ইউটিভি অ্যাকশন

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১১
বিশ্বকাপ ক্রিকেট উন্মাদনায় ইউটিভি অ্যাকশন

বিশ্বব্যাপী বহুল প্রচারিত অনলাইন টিভি চ্যানেল ‘ইউটিভি অ্যাকশন’ এবারের বিশ্বকাপ ক্রিকেট মৌসুমে এনেছে নতুন উন্মাদনা।

ক্রিকেটপ্রেমীরা ইউটিভি অ্যাকশন মাধ্যমে গেম আবহে নিজেকে পছন্দের দলের সঙ্গে যুক্ত করতে পারবেন।



উল্লেখ্য, বিশ্বকাপ ক্রিকেট উন্মাদনার শুরু ১৯ ফেব্রুয়ারি। তাই যদি কেউ এ উন্মাদনার মাত্রাকে আরও খানিকটা বাড়িয়ে নিতে চান তবে ইউটিভি অ্যাকশন টিভির সঙ্গে জুড়ে যেতে পারেন।

এবারের অনলাইন গেম আবহের বিশ্বকাপ আসরের নাম ‘বালা বোল’। উল্লেখ্য, এটি ঠিক ইএসপিএনর মতো। তবে এখানে আছে একাধিক উপহার জিতে নেওয়ার সুবর্ণ সুযোগ।

ক্রিকেটপ্রেমীরা এ বিনোদন উপভোগ করতে www.dream11.com/utvaction সাইটে প্রবেশ করতে হবে। এরই মধ্যে বিশ্বকাপ ক্রিকেট আসরের নির্ধারিত খেলার সময়সূচি এ সাইটে দেওয়া হয়েছে।

তাই উৎসুকরা এ সাইটে বালা বোলের খেলোয়াড় হতে চাইলে নিবন্ধন করতে হবে। উল্লেখ্য, ড্রিম১১ ফ্যান্টাসি ক্রিকেট গেম বাস্তবিক ক্রিকেট ম্যাচগুলোর মতোই।

এর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে বড় অঙ্কের উপহার জয়ের সুযোগ। তাই অংশগ্রহণকারীরা তাদের সমর্থক দলের ১২ জন খেলোয়ারের জন্য পুরো মৌসুমের প্রতিদিনই প্রচেষ্টা চালাতে হবে।

অর্জিত ১০০ কোটি রুপি ১২ জনের মধ্যে বণ্টন করে দিতে পারবেন তারা। উল্লেখ্য, প্রতিটি ম্যাচ শুরু হওয়ার ২ ঘণ্টা আগে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে।

এ সাইটের মাধ্যমে খেলার নিয়ম এবং খেলার স্কোর পয়েন্ট ছাড়াও বিস্তারিত তথ্য জানা যাবে। এ প্রতিযোগিতায় চূড়ান্ত ৩ জন শীর্ষ বিজয়ী বিশ্বকাপ শেষে উপহার দেওয়া হবে অ্যাপল আইপ্যাড। বিজয়ীদের অর্জিত স্কোর পয়েন্ট যাচাইয়ের মাধ্যমে নির্বাচন করা হবে।

তবে এ প্রতিযোগিতার নিবন্ধনে করপোরেট ইমেইল আইডি আবশ্যক। জিমেইল, হটমেইল, ইয়াহু ছাড়াও অন্য সব সাইটের ইমেইল আইডির এ প্রতিযোগিতায় গ্রহণযোগ্য হবে না।

বাংলাদেশ স্থানীয় সময় ১৯১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।