ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অমর একুশে বইমেলার তথ্য নিয়ে ই-তথ্যকেন্দ্র

আরিফুল ইসলাম আরমান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১১
অমর একুশে বইমেলার তথ্য নিয়ে ই-তথ্যকেন্দ্র

ঢাকা: তথ্যপ্রযুক্তির ছোঁয়া লেগেছে অমর একুশে বইমেলায়। বইমেলার মূল প্রবেশ পথের পাশেই স্থাপন করা হয়েছে ‘ই-তথ্যকেন্দ্র’ স্টল।



প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশনের (এটুআই) উদ্যোগে পরিচালিত এ স্টলে পাওয়া যাচ্ছে বই, লেখক ও প্রকাশনা বিষয়ক তাৎক্ষণিক তথ্য।

টাচ স্ক্রিন সম্বলিত দুটি কমপিউটারের মাধ্যমে প্রতিদিন মেলায় আসা বইয়ের তালিকা, বিভিন্ন স্টলের অবস্থান তুলে ধরা হচ্ছে। মেলার দর্শনার্থীরা খুব সহজেই এ কমপিউটার ব্যবহারের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়ার সুযোগ পাচ্ছেন।

পুরো প্রক্রিয়া সহজভাবে দর্শনার্থীদের বুঝিয়ে দিতে এ স্টলে কাজ করছেন ২ জন স্বেচ্ছাসেবক।

বাংলাদেশ স্থানীয় সময় ২১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।