পণ্যের পেটেন্ট সংক্রান্ত নীতিমালা লঙ্ঘনের দায়ে আবারও অভিযুক্ত হলো কোরিয়ান জায়ান্ট স্যামসাং। তবে এবারের অভিযোগকারী অ্যাপল নয়।
এ ঘটনায় এখন কোরিয়ান জায়ান্টের বেশিরভাগ পণ্যই বিপদের মুখে থাকার দিকটি সুস্পষ্ট হচ্ছে। কারণ এনভিডিয়া আরো চাইছে কুয়ালকমের অ্যাডরেনো,
এআরএম’র মালি গ্রাফিক্স আর্কিটেকচার যুক্ত পণ্যের চালান বন্ধ করতে।
উল্লেখ্য, অ্যান্ড্রেয়েডে সম্প্রতি এনভিডিয়া ৬৪ বিট টেগরা কে১ চিপসেট ঘোষণা করে। এনভিডিয়ার এই জিপিইউ আর্কিটেকচার নকল করার জন্য
যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ট্রেড কমিশন এবং যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যারে ডিস্ট্রিক্ট কোর্টে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে অভিযোগ করে এনভিডিয়া।
প্রতিবেদনে আরো বলা হয়, চিপ তৈরির ২১ বছরের ইতিহাসে এনভিডিয়ার মামলা দায়েরের সিদ্ধান্ত এই প্রথম। এমনকি কিভাবে স্যামসাং’র চিপে এনভিডিয়া তৈরিকৃত একই গ্রাফিক্স আর্কিটেকচার ব্যবহার হয়েছে তা দেখতে স্যামসাং এর অভিজ্ঞ বাণিজ্যিক প্রতিনিধিদের সান্নিধ্যে যায় এই চিপ মেকার।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ০৬ সেপ্টেম্বর, ২০১৪