ঢাকা: টেলিকম মালয়েশিয়ার (টিএম) মিডিয়া ডেলিভারি সার্ভিসের (এমডিএস) পণ্যসমূহ এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে। মঙ্গলবার হোটেল লেকশোরে আয়োজিত এক অনুষ্ঠানে টেলিকম মালয়েশিয়ার বিভিন্ন পণ্য তুলে ধরা হয়।
টেলিকম মালয়েশিয়ার অ্যাসিসট্যান্ট ম্যানেজার সিতি নুরবায়া বিনতি মোহামেদ এসব পণ্যের গুণাগুণ তুলে ধরে বক্তব্য রাখেন। দর্শনার্থীদের জন্য লেকশোরে এমডিএস’র হাই ডেফিনেশন স্ট্রিমিং, টিভি স্ট্রিমিং, রেডিও স্ট্রিমিং, ডিজিটাল ভিডিও রেকর্ডার প্রদর্শিত হয়।
হাই ডেফিনেশন স্ট্রিমিং দিয়ে ইন্টারনেটের মাধ্যমে হাই ডেফিনেশন (এইচডি) ভিডিও সরবরাহ করা যায়। ইন্টারনেটের মাধ্যমে লাইভ টিভি দেখতে রয়েছে টিভি স্ট্রিমিং। কোনো ধরনের বাফারিং ছাড়াই অডিও শোনা যাবে রেডিও স্ট্রিমিংয়ের মাধ্যমে, ডিজিটাল ভিডিও রেকর্ডারও রয়েছে।
বাংলাদেশে ‘আমরা নেটওয়াকর্স লিমিটেড’ এসব পণ্য বাজারজাত করছে। আমরা নেটওয়াকর্স লিমিটেড এবং টেলিকম মালয়েশিয়ার (টিএম) সঙ্গে প্রযুক্তি পণ্য সংক্রান্ত চুক্তি নবায়ন করেছে। সম্প্রতি মালয়েশিয়ার কুয়ালালামপুরে টেলিকম মালয়েশিয়ার প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। টেলিকম মালয়েশিয়ার পক্ষে বাহারুল নিজাম (মহাব্যবস্থাপক, ইমার্জিং মার্কেটস, টিএম গ্লোবাল) এবং আমরা নেটওয়ার্কস লিমিটেডের প্রধান নির্বাহী সারফুল আলম চুক্তিতে সই করেন।
চুক্তি প্রসঙ্গে বাহারুল নিজাম বলেন, বাংলাদেশে ইন্টারনেট ব্যান্ডউইথের ব্যবহার ভবিষ্যতে আরো বাড়বে।
ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) যারা টিএম’র ব্যান্ডউইথ ব্যবহার করছে, তারা সাবমেরিন ক্যাবলের রক্ষণাবেক্ষণজনিত বা অন্যকোনো কারণে ইন্টারনেট ব্যবহার করছে, তারা সাবমেরিন ক্যাবলের রক্ষণাবেক্ষণজনিত বা অন্য কোনো কারণে ইন্টারনেট সেবা ব্যাহত হলে বিনামূল্যে পুনঃসংযোগ সুবিধা পাবেন।
আমরা নেটওয়ার্কস লিমিটেডের প্রধান নির্বাহী সারফুল আলম বলেন, থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের তুলনায় বাংলাদেশে ইন্টারনেটের মূল্য এখনো বেশি। অচিরেই ইন্টারনেটের দাম কমানোর ব্যাপারে আইআইজি সেবাদাতাদের সহযোগিতা করবে।
বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৪