বিশ্ব বই দিবস ২০১৪ উপলক্ষে বৃটিশ কাউন্সিল ও ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্ক যৌথভাবে দেশব্যাপী বই পড়া প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় মোট ৪ টি গ্রুপে ১৩০০ জন অংশগ্রহণ করে।
বৃটিশ কাউন্সিল লাইব্রেরী মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ, শিক্ষা মন্ত্রনালয়ের সচিব নজরুল ইনলাম খান, ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান সবুরখান, বৃটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর উপস্থিত ছিলেন।
প্রত্যেক গ্রুপের প্রথম স্থান অধিকারীরা পুরস্কার হিসেবে পায় ল্যাপটপ এবং অন্যান্যরা আকর্ষনীয় উপহার ও সনদ গ্রহণ করেন।
মূলত শিশু কিশোরসহ সব বয়সীদের মধ্যে বই পড়ার অভ্যাস ও উৎসাহ বৃদ্ধি করতে এ প্রতিযোগিতার উদ্যোগ নেয়া হয়। বৃটিশ কাউন্সিলের রিসোর্স সেন্টার ম্যানেজার সারওয়াত রেজা অনুষ্ঠানটি উপস্থাপনা করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন
ড্যফোডিল এডুকেশন নেটওয়ার্কের নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান, পরিচালক কে এম হাসান রিপন, রথীন্দ্র নাথ দাস।
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৪