ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নতুন ডুয়াল-ব্যান্ড আসুস ওয়্যারলেস গিগাবিট রাউটার

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৪
নতুন ডুয়াল-ব্যান্ড আসুস ওয়্যারলেস গিগাবিট রাউটার

আসুসের নতুন ডুয়াল-ব্যান্ড ওয়্যারলেস গিগাবিট রাউটার দেশের বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড। আরটি-এসি৮৭ইউ মডেলের এই রাউটারে ওয়্যারলেস ডেটা আদান-প্রদানের জন্য রয়েছে মাল্টি-ইউজার মিমো (মাল্টিপল ইনপুট এবং মাল্টিপল আউটপুট) প্রযুক্তির ৪টি এক্সর্টানাল এন্টেনা।

এতে এআই রাডার প্রযুক্তি যুক্ত থাকায় চর্তুদিকে ৫ হাজার বর্গফুট এলাকা পর্যন্ত ওয়্যারলেস সিগন্যাল আদান-প্রদান করতে পারে।

সর্বোচ্চ ১.৭৫ গিগাবিট পার সেকেন্ড ডেটা রেটে ৫ গিগাহার্জ অপারেটিং সিস্টেমে এবং ৬০০ মেগাবিট পার সেকেন্ড ডেটা রেটে ২.৪ গিগাহার্জ অপারেটিং সিস্টেমে কাজ করে।

নির্বিঘ্নে এইচডি ভিডিও স্ট্রিমিং, ভিওআইপি কল এবং অনলাইন গেম উপভোগে আছে কোয়ান্টেনা চিপসেটের ১ গিগাহার্জ ডুয়াল-কোর প্রসেসর।

রাউটারটিতে আরো রয়েছে ১টি গিগাবিট ওয়্যান পোর্ট এবং ৪টি গিগাবিট ল্যান পোর্ট, ইউএসবি ৩.০ এবং ইউএসবি ২.০ পোর্ট।

২০ হাজার টাকায় পাওয়া যাবে আসুসের নতুন রাউটারটি।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।