ঢাকা: বিশ্বে প্রথমবারের মতো গ্রাহকদের নিজের ইচ্ছানুযায়ী ইন্টারনেট প্যাক তৈরির সুযোগ দিতে ‘মাই নেট’ নামে একটি সেবা চালু করেছে দেশের অন্যতম শীর্ষ মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।
www.robimynet.com সাইটটি ভিজিট করে রবি গ্রাহকরা নির্ধারিত সময়ের জন্য নির্দিষ্ট পরিমাণ ইন্টারনেট প্যাক বেছে নিতে পারবেন।
দেশের সেরা ইন্টারনেট সেবা প্রদানকারী হিসেবে নিজেদের প্রতিষ্ঠার অংশ হিসেবে রবি এ সেবাটি চালু করেছে। এর মাধ্যমে রবি উচ্চ গতির ইন্টারনেট সেবা প্রদানের ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল।
এই অফারটি তরুণ, নারী, কর্মজীবীসহ সব স্তরের গ্রাহকদের প্রয়োজন মেটাতে পারবে বলে প্রত্যাশা করছে রবি। রবি’র বিশ্বাস, অনন্য এই সেবাটি গ্রাহকদের আপন শক্তিতে জ্বলে উঠতে সহায়ক হবে।
সেবাটি সম্পর্কে রবি আজিয়াটা লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিওও) মাহতাবউদ্দিন আহমেদ বলেন, “গ্রাহকরা যেন তাদের প্রয়োজন অনুযায়ী ইন্টারনেট প্যাক তৈরি করে নিতে পারেন এ জন্য সেবাটি চালু করা হয়েছে। রবি সব সময়ই উদ্ভাবনী পণ্য চালু করে যা তাদের কাঙ্খিত প্রয়োজন মেটায় এবং এই অফারটিও এমনই একটি উদ্ভাবনী সেবা। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি গ্রাহকই কোম্পানির প্রাণ এবং সেই দৃষ্টিভঙ্গি থেকেই ‘মাই নেট’ চালু করেছে রবি। ”
বাংলাদেশ সময়: ০৩০০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৪