ঢাকা: বাংলাদেশের বাজারে প্রেস্টিজিও ব্র্যান্ডের তিনটি নতুন ট্যাবলেট পিসি ও তিনটি স্মার্টফোন উম্মোচন করেছে ফ্লোরা লিমিটেড।
ইউরোপীয় ব্র্যান্ডের সর্বশেষ প্রযুক্তিসমৃদ্ধ নতুন এসব পণ্য বাংলাদেশে পরিবেশক হিসেবে আনছে ফ্লোরা লিমিটেড।
বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হোটেলে ‘প্রেস্টিজিও ডিলার মিট-২০১৪’ শীর্ষক অনুষ্ঠানে এর উম্মোচন করেন ফ্লোরা লি. এর ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা শামসুল ইসলাম।
অনুষ্ঠানে জানানো হয়, প্রেস্টিজিও ট্যাবলেট পিসি মাল্টিপ্যাডের মধ্যে রয়েছে পিএমপি ৫৭৮৫, পিএমপি ৭৪৮০ডি, পিএমপি ৫১০১সি।
থ্রিজি মাল্টিপ্যাডের ডিসপ্লে যথাক্রমে ৭.৮৫ ইঞ্চি, ৮ ইঞ্চি ও ১০.১ ইঞ্চি। থ্রিজি ও ডুয়াল সিমের পিএপি ৫৫০০, পিএপি ৩৪০০ এবং পিএপি ৫৩০৭ মডেলের স্মার্টফোন ব্যবহারকারীদের নতুন অভিজ্ঞতা দেবে।
প্রেস্টিজিও ব্র্যান্ডের এসব মাল্টিপ্যাড ও মাল্টিফোন গুগলের জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড চালিত।
এসব পণ্য বাড়তি অর্থ ছাড়াই ১২ মাসের সহজ কিস্তিতে ব্র্যাক, সিটি, স্ট্যান্ডার্ড, চাটার্ড ও মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ফ্লোরা’র যেকোন বিক্রয় কেন্দ্র থেকে কেনা যাবে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফ্লোরা লি. পরিচালক (বিপনন) আম্মার তৌইরে, পরিবেশক হোসাইন শহীদ ফিরোজ, মহাব্যবস্থাপক হাসানুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৪