ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নিরাপত্তায় এইচআইকে ভিশন’র নতুন পণ্য

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৪
নিরাপত্তায় এইচআইকে ভিশন’র নতুন পণ্য

বিশ্বখ্যাত নিরাপত্তা পণ্যের ব্র্যান্ড ‘এইচআইকে ভিশন’র বিভিন্ন ধরনের পণ্য নিয়ে বাজারে এসেছে এক্সেল টেকনোলজিস লিমিটেড।

ব্র্যান্ডটির সিকিউরিটি পণ্যের আওতায় রয়েছে ১.৩ মেগাপিক্সেল থেকে ৮ মেগাপিক্সেল রেজ্যুলেশনের আইপি ক্যামেরা এবং ৬০০ টিভিএল থেকে ৯০০ টিভিএল পর্যন্ত সিসি টিভি।

এছাড়া রয়েছে স্মল সলিউশন থেকে শুরু করে এক্সট্রা লার্জ সলিউশন রেঞ্জের ডিভিআর এবং এনভিআর।  

পণ্যগুলোতে থাকা সিএনএস সফটওয়্যার একাধারে ৫ হাজার আইপি ক্যামেরা মনিটর ও নিয়ন্ত্রণ করতে পারে। এতে প্লাগ অ্যান্ড প্লে-এর সুবিধায় আছে ডিভিআর ও এনভিআর কিট।
বৈচিত্র্যময় এই পণ্যসম্ভার যেকোনো ধরনের ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে বাসাবাড়ির নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম।

এছাড়া এই ব্র্যান্ডের বিশেষ সুবিধা হলো ব্যবহারকারী যেকোনো স্থানে অবস্থান করেও মোবাইলের মাধ্যমে সর্বক্ষণ নজরদারি রাখতে পারবেন ক্যমেরা বা রেকর্ডার বসানো স্থানগুলোতে। ফলে নিরাপত্তা শঙ্কা অনেকটাই দূর করা সম্ভব।

সিকিউরিটি সলিউশন হিসেবে এইচআইকে ভিশন বর্তমান-বিশ্বে শীর্ষস্থানে রয়েছে এবং অপ্রতিদ্বন্দ্বী অবস্থানে পৌঁছে গেছে।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।