ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

চট্টগ্রামে উইকি উৎসব

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, মে ২২, ২০১১
চট্টগ্রামে উইকি উৎসব

ইন্টারনেটে চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, ক্রীড়া, বাণিজ্য ছাড়াও এ অঞ্চলের সফল ব্যক্তিদের জীবনী প্রকাশে বিশ্বকোষ উইকিপিডিয়া সমন্বয় পরিষদ উদ্যোগ নিয়েছে। উল্লেখ্য, ২৩ মে বিকেল ৩টা থেকে চট্টগ্রাম শিশু অ্যাকাডেমি প্রাঙ্গণে প্রথমবার অনুষ্ঠিত হবে উইকি চট্টগ্রাম ফেস্ট।



এ তথ্য উৎসবে চট্টগ্রামের হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হবে। এ আয়োজনে আছে আন্ত: বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতা এবং প্রিয় চট্টগ্রাম বিষয়ক শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

এ প্রতিযোগিতায় চট্টগ্রামের ৮টি বিশ্ববিদ্যালয় ও ৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করবে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহী তৃতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বিকাল ৩টার মধ্যে শিশু অ্যাকাডেমি প্রাঙ্গণে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।

এ অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন চট্টগ্রামের শিল্পী, সাহ্যিতিক, বুদ্ধিজীবি ও রাজনীতিবিদরা।

বাংলাদেশ সময় ২১৫২ ঘণ্টা, মে ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।