ঢাকা: বিশেষ কিছু মানেই গুগল ডুডল। বিশ্ববাসীকে ওই ‘বিশেষ’ কিছু জানান দিতে নিজেই এ দায়িত্ব কাঁধে তুলে নেয় গুগল।
সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে বিশ্ববাসী পা রাখতে যাচ্ছে নতুন আরেকটি বছরে। বিশ্ববাসীর সঙ্গে নতুন বছর উদযাপনে নিজস্ব ঢঙে সেজেছে গুগল ডুডল।
ডুডলে দেখা যায়, বিভিন্ন রঙের পাঁচটি পাখি তারের উপর বসে। লাল, হলুদ, বেগুনি, সবুজ রঙের পাখিগুলো একটি অপরটির দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে।
তবে ডুডলটিতে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর দেখা যাবে সবশেষ পাখিটি তার থলি থেকে একটি ঘড়ি বের করছে। যাতে দেখা যায়, নতুন বছর আসতে আর কিছুক্ষণ বাকি। ওই পাখিটি অন্যদের বলছে, অপেক্ষা করো..কিছুক্ষণ পর উদযাপন।
বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
জেডএস