ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

চার্জ ফ্রি হচ্ছে হোয়াটসঅ্যাপ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
চার্জ ফ্রি হচ্ছে হোয়াটসঅ্যাপ

ঢাকা: সবার জন্য চার্জ ফ্রি হতে যাচ্ছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ‘হোয়াটসঅ্যাপ’। ব্যবহারের ক্ষেত্রে প্রথম বছরের পর এতদিন এর জন্য চার্জ নেওয়া হতো।



সোমবার (১৮ জানুয়ারি) এক ঘোষণায় হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে বিশ্বব্যাপী প্রায় একশ কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহারের মাধ্যমে পরিবার ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ করছেন। এতোদিন অ্যাপটি ব্যবহারের ক্ষেত্রে প্রথম বছর ফ্রি হলেও দ্বিতীয় বছর থেকে চার্জ নেওয়া হতো। কিন্তু অনেক ব্যবহারকারীরই ডেবিট বা ক্রেডিট কার্ড না থাকায় অ্যাপের নিরন্তর সুবিধা নেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছিল।

বিবৃতিতে আরও বলা হয়, আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি, হোয়াটসঅ্যাপ সাবস্ক্রিপশনে আর কোনো চার্জ লাগবে না।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ প্রতিষ্ঠানটি গড়ে তোলেন ব্রায়ান অ্যাকটন ও জ্যান কউম। তারা দু’জনই ইয়াহুর সাবেক কর্মকর্তা। পরবর্তী সময়ে ২০১৪ সালের ১৯ ফেব্রুয়ারি ১৯ দশমিক ৩ বিলিয়ন ডলারে (১ লাখ ৫১ হাজার ৫৮৩ কোটি টাকা) প্রতিষ্ঠানটি কিনে নেয় ফেসবুক ইনকর্পোরেশন।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
আরএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।