ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

উইন্ডোজ ফোনে ২৫ হাজার অ্যাপলিকেশন

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, জুলাই ৭, ২০১১
উইন্ডোজ ফোনে ২৫ হাজার অ্যাপলিকেশন

মাইক্রোসফটের উইন্ডোজভিত্তিক ফোন৭ মডেলের অ্যাপলিকেশন ২৫ হাজার ছাড়িয়েছে। সুদীর্ঘ প্রচেষ্টায় মাইক্রোসফট এ মানোন্নয়নে করেছে।

সূত্র এ তথ্য জানিয়েছে।

উল্লেখ্য, মাইক্রোসফটের উইন্ডোজ ফোন ‘ট্র্যাকার’ অ্যাপলিস্টের সার্চ ছকের মাধ্যমে তথ্য পাওয়া সম্ভব। যুক্তরাষ্ট্রের বাজার বিশ্লেষণে এ ট্র্যাকার দল অনুসন্ধান চালিয়েছে। তবে এ বিষয়টি অনানুষ্ঠানিক।

অন্য এক ট্র্যাকারের ‘ডব্লিউপি৭ অ্যাপলিস্ট’ ছকে চমৎকার কিছু তথ্য প্রকাশ করা হয়েছে। এ ট্র্যাকারের তথ্য মতে, ডব্লিউপি এর ব্যবহারকারীরা প্রতিটি অ্যাপলিকেশন গড়ে ১.৪৮ ডলারে কিনতে পারবেন।

তবে এ অ্যাপলিকেশনের সংখ্যা অ্যাপল অ্যাপলিকেশনের তুলনায় অনেকটা দূর্বল। অন্যদিকে মাইক্রোসফট বাজার পর্যায়ের নীতিমালা অনুমোদনে কঠোর পদক্ষেপ নিয়েছেন। এতে প্রচলিত সেবার গুণগত মানের নিশ্চয়তার বিষয়টি অক্ষুন্ন থাকে।

বাংলাদেশ সময় ২০২৬ ঘণ্টা, জুলাই ৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।