ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ডিআইআইটি’র ফ্রি ল্যাপটপ বিতরণ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, মে ২৯, ২০১৬
ডিআইআইটি’র ফ্রি ল্যাপটপ বিতরণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত দেশের অন্যতম তথ্যপ্রযুক্তি বিষয়ক শিক্ষাপ্রতিষ্ঠান ড্যাফোডিল ইনষ্টিটিউট অব আইটি (ডিআইআইটি) সিএসই শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করেছে।

২৮ মে ধানমন্ডিস্থ ডিআইইউ মিলনায়তনে ল্যাপটপ বিতরণ কর্মসূচিতে ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো: সবুর খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য প্রফেসর ড. হারুন অর রশিদ।

বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন এবং ডিআইআইটি‘র গর্ভনিং বডির চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত উল ইসলাম।  

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. হারুন অর রশিদ বলেন, প্রযুক্তি জগতের দ্রুত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে পারলেই শিক্ষা স্বার্থক হবে, তাই শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তথ্যপ্রযুক্তির দ্রুত পরিবর্তনশীল বিশ্বের পরিবর্তনের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি আন্তর্জাতিক মান বজায় রেখে যুগোপযোগী কর্মমুখী শিক্ষা প্রদান করছে বলেই এর শতভাগ শিক্ষার্থী কর্মক্ষেত্রে সফল হচ্ছে। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপশি নৈতিক মূল্যবোধ ও মানবিক গুনাবলী অর্জনের মাধ্যমে এবং সঠিক ইতিহাস জেনে নিজ ও দেশকে সমৃদ্ধ করার পরামর্শ দেন।  

ডিআইআইটির কাছ থেকে অর্জিত তথ্য-প্রযুক্তি ভিত্তিক শিক্ষা ডিজিটাল বাংলাদেশ নির্মাণে অবদান রাখবে বলে আশা ব্যক্ত করেন মো: সবুর খান। তিনি বলেন, আমাদের তরুনরা অতন্ত সম্ভাবনাময় এবং আমাদের দায়িত্ব হচ্ছে তাদের উপযুক্ত করে গড়ে তোলা।

প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে টিকে থাকতে হলে শিক্ষার পাশাপাশি প্রযুক্তি শিক্ষার কোন বিকল্প নেই বলেও মনে করেন তিনি।

ডিআইআইটির অধ্যক্ষ শাখাওয়াত হোসেন প্রতিষ্ঠানের কর্মপরিধি এবং এর উল্লেখযোগ্য সাফল্যের ইতিহাস তুলে ধরেন।  

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ডিআইইউ’র ইমিরেটরস প্রফেসর মোঃ আমিনুল ইসলম, ডিআইআইটি’র নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান এবং অধ্যক্ষ মোহাম্মদ সাখাওয়াত হোসাইন।  

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মে ২৯, ২০১৬

এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।