ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এপিআই কিনল গুগল, সহজতর হচ্ছে চ্যাটবট

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৬
এপিআই কিনল গুগল, সহজতর হচ্ছে চ্যাটবট

আর্টিফিসিয়েল ইন্টিলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে যন্ত্রের মাধ্যমে চ্যাটিং প্রযুক্তির নির্মাতা প্রতিষ্ঠান এপিআই.এআই এখন গুগলের অধিগ্রহণে। সার্চ জায়ান্টের নতুন এই অধিগ্রহণ চ্যাটবট নির্মাণকে আরো সহজতর করবে বলে আশা করা হচ্ছে।

এপিআই এমন একটি প্রতিষ্ঠান যারা বোধশক্তি সম্পন্ন ও পারস্পরিক আলাপচারিতা বিষয়ক সেবাসমূহ তৈরিতে এবং উন্নয়নে নির্মাতাদের বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে। বিশাল কর্মযজ্ঞ সম্পাদনের জন্য প্রতিষ্ঠানটির রয়েছে ৬০ হাজারের অধিক ডেভলাপার।

বিশ্বের নামকরা স্ল্যাক, ফেসবুক মেসেঞ্জার এবং কিকের মতো অ্যাপের ইন্টারফেস উন্নয়নেও রয়েছে প্লাটফর্মটির কর্মীদের হাত।

আর এসব প্রতিষ্ঠানের নিজস্ব সেবার জন্য যন্ত্রভিত্তিক আলাপচারিতার ইন্টারফেস তৈরি করে এপিআই বিশ্বব্যাপী ব্যাপক সুনাম অর্জন করেছে।

এদের টুলস অ্যাপসগুলোর কার্যক্রমকে সহজ করায় ব্যবহারের সময় মানুষের ভাষার সমন্বয় এবং অনুবাদ করতে পারে যথাযথভাবে।

ডেভলপাররা যাতে খুব সহজ ভাষায় সবকিছু বুঝতে পারে এজন্য তাদের অসংখ্য কার্যকর সুবিধাসমূহ রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে এপিআই.এআই এর সিইও আশা প্রকাশ করে বলেছেন, প্লাটফর্মের উন্নয়ন তরান্বিত করতে গুগলের এই পরিকল্পনা যেমন আমাদের সমর্থন দেবে তেমনি আমাদের অগ্রসরমান ডেভলপার সম্প্রদায়কে সেবা প্রদান করবে যেটা আমাদের সবসময়ে স্বপ্ন।

এছাড়া গুগলের অভিজ্ঞতা, অবকাঠামো এবং সমর্থনের দিকগুলো বিবেচনায় নিয়ে নিশ্চিত করতে পারি তোমরা সর্বোত্তম প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাবে। পাশাপাশি আর্টিফিসিয়েল ইন্টিলিজেন্স এবং ম্যাশিন লার্নিংয়ের উন্নতি ঘটবে।

এপিআই বর্তমানে ১৫টি ভাষা নিয়ে কাজ করছে। আর বিভিন্ন সময় তাদের তৈরি সেবা এখন ব্যবহার করছে প্রায় ৪০ মিলিয়ন ব্যবহারকারী।

তবে এপিআইকে কত টাকার বিনিময়ে কিনে নিয়েছে গুগল সে বিষয়ে উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিছুই প্রকাশ করা হয়নি।

এদিকে গুগলের মডুলার প্রকল্প ‘আরা’ বন্ধ হয়ে যাওয়ার কিছু দিন পরই একই ধরনের একটি স্টার্টআপ কিনে চমক দেখালো ফেসবুক।

বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, মডুলার হার্ডওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান নাসেন্ট অবজেক্টসকে কিনে নিয়েছে তারা।

২০১৪ সালে প্রতিষ্ঠিত নাসেন্ট অবজেক্টস মুলত বিভিন্ন প্রযুক্তি পণ্যের জন্য বদলযোগ্য হার্ডওয়্যার প্রস্তুত করে, যার মধ্যে রয়েছে ব্যাটারী, ক্যামেরা এবং সেন্সরসহ আরো অনেক ধরনের আইটেম। আর গুগলের মত ফেসবুকও যথারীতি জানায়নি প্রতিষ্ঠানটি ক্রয়ের বিনিময় মূল্য।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৬

এমএডি/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।