ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

প্রতিবন্ধীরা অক্ষম নয়, আলাদা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫১, অক্টোবর ২০, ২০১৬
প্রতিবন্ধীরা অক্ষম নয়, আলাদা ছবি: কাশেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন, প্রতিবন্ধীরা অক্ষম নয়- তারা আলাদা। তাদেরও জ্ঞান আছে, দক্ষতা আছে এবং শিক্ষা আছে।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসি,বি) আয়োজিত ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬’এ সেমিনারে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে ‘বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে স্নায়ুবিক বৈকল্য নিয়ে কেউ পিছিয়ে থাকবে না’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

গওহর রিজভী বলেন, প্রতিবন্ধীদের বোঝাতে হবে কিভাবে তারা দক্ষ হতে পারে- সেসব নিয়ে আমাদেরই ভাবতে হবে। বর্তমানে প্রায় ৩০ লাখ স্নায়ুবিক বৈকল্যের রোগী রয়েছে। তাদেরও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুজ্জমান বলেন, বৃহৎ জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করে উন্নয়নের অন্যতম হাতিয়ার হচ্ছে তথ্য ও প্রযুক্তি। সরকার ইতোমধ্যে সে কাজ করছে। দেশের নিউরোডেভেলপমেন্ট ডিজঅর্ডার রোগীদের মানবসম্পদে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বেসিসের সভাপতি মোস্তফা জব্বারের সঞ্চালনায় সেমিনারে অন্যান্যদের মধ্যে অ্যাডেফি ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক স্টিফেন মার্ক শোর, এহসান হক প্রমুখ বক্তব্য রাখেন।

সেমিনারে অংশ নিয়ে অভিভাবক, শিক্ষকরা অটিস্টিক শিশুদের প্রয়োজনীয় শিক্ষা ও তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করণের ওপর জোর দেন।

ডিজিটাল ওয়ার্ল্ডের দ্বিতীয় দিনে বিভিন্ন বিষয়ে ৫টি সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। বিকেল ৫টা পর্যন্ত দেশের সবচেয়ে বড় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংক্রান্ত আয়োজনে অংশ নিচ্ছেন দেশি-বিদেশি নামকরা প্রতিষ্ঠান, বক্তা ও শিক্ষক-শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
ইইউডি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।