ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

উত্তরায় বিকল টেলিফোন দ্রুতই সচল হচ্ছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
উত্তরায় বিকল টেলিফোন দ্রুতই সচল হচ্ছে

ঢাকা: রাজধানীর উত্তরার বিভিন্ন সেক্টরে ক্ষতিগ্রস্ত প্রায় ৪০০ টেলিফোন লাইন দ্রুতই সচল হবে বলে জানিয়েছে বিটিসিএল।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের রাস্তা সম্প্রসারণ, ড্রেন নির্মাণ ও উন্নয়নমূলক কাজে রাস্তা খননের কারণে ভূগর্ভস্থ টেলিফোন ক্যাবলগুলো ক্ষতির শিকার হয়।


 
বিটিসিএলের পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ বুধবার (০২ অক্টোবর) এ তথ্য জানান।
 
তিনি জানান, উত্তরা সেক্টর-৩-এর জসিম উদ্দিন রোড ও রবীন্দ্র স্মরণী রোড, সেক্টর-৪-এর রোড নং-৪, ৪-এর বাইলেন, ৯, ১২ ও শায়েস্তাখান অ্যাভিনিউ এবং সেক্টর-৬-এর রোড নং- ১, ২, ৫ এবং আলাউল অ্যাভিনিউর টেলিফোন গ্রাহকরা ফোন বিকল সমস্যায় পড়েছিলেন।
 
যা দ্রুতই চালু করা সম্ভব হবে বলে জানান মোরশেদ।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা নভেম্বর ০২, ২০১৬
এমআইএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।