ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নরওয়ে প্রথম দেশ, বন্ধ হচ্ছে এফএম রেডিও!

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৭
নরওয়ে প্রথম দেশ, বন্ধ হচ্ছে এফএম রেডিও! ছবি: সংগৃহীত

প্রযুক্তি আসে প্রযুক্তি যায়, কিন্তু কিছু প্রযুক্তির প্রস্থান মানুষের মনে বেদনাও জাগায়। বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশে বর্তমানে এফএম রেডিও খুব জনপ্রিয় মাধ্যম হিসেবে বিবেচিত হলেও পুরো উল্টো পথে হাঁটছে নরওয়ে।

তারাই হতে যাচ্ছে পৃথিবীর প্রথম দেশ, যে দেশটি সম্পূর্ণভাবে বন্ধ করে দিচ্ছে এফএম রেডিও।

এফএম রেডিও প্রথম আবিস্কৃত হয় ১৯৩৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে।

আবিস্কারের পর থেকেই এর জনপ্রিয়তা বাড়তে থাকে হুহু করে। কিন্তু নতুন প্রযুক্তির আগমনে এবার শেষ হতে চলছে এফএম এর সেই গৌরবময় অধ্যায়ের। কারণ শুধু নরওয়ে নয়, আরও বেশ কয়েকটি দেশ চিন্তা ভাবনা করছে এফএম এর পরিসমাপ্তি ঘটানোর।

রয়টার্সের খবর অনুযায়ী, আগামী সপ্তাহ থেকে উত্তর নরওয়ের শহর বোডো থেকে শুরু হচ্ছে এফএম বন্ধের এই কার্যক্রম। পর্যায়ক্রমে এই বছরের মধ্যে পুরো দেশটিতে বন্ধ হয়ে যাবে এফএম রেডিওর সম্প্রচার।

তবে এফএম রেডিও বন্ধের এ সিদ্ধান্ত নরওয়ের হঠাৎ করে নেওয়া নয়। ২০১৫ সালেই দেশটি এই ঘোষণাটি দেয়। নরওয়েতে এফএম বন্ধের পর এর স্থলাভিষিক্ত হবে ডিজিটাল অডিও ব্রডকাষ্টিং সম্প্রচার প্রযুক্তি।

এই প্রযুক্তিতে এফএম এর তুলনায় শব্দের মান আগের থেকে আরও অনেক ভাল হবে।

এদিকে নরওয়ের এমন উদ্যোগের পর সুইজারল্যান্ডও ঘোষণা দিয়েছে তারাও ২০২০ সালের মধ্যে সব এফএম’কে এএম’এ রুপান্তর করবে।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭
এমএডি/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।