ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আত্রাইয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সম্পন্ন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
আত্রাইয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সম্পন্ন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সম্পন্ন-ছবি: বাংলানিউজ

নওগাঁ: ‘উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি’-এ স্লোগানে নওগাঁর আত্রাই উপজেলায় ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০১৭-এর সমাপনী অনুষ্ঠান হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এবং কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশগ্রহণকারীদের উৎসাহ দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোখলেছুর রহমান বিভিন্ন স্কুল-কলেজ থেকে আসা প্রজেক্ট পরির্দশন করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল আলমের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এবাদুর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন- ভাইস চেয়ারম্যান একরামুল বারী রঞ্জু, প্রধান শিক্ষক হাফিজুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।