ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

জলঢাকায় ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, মে ১৭, ২০১৭
জলঢাকায় ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ শুরু

নীলফামারী: নীলফামারীর জলঢাকা উপজেলায় দুই দিনব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ শুরু হয়েছে।

বুধবার (১৭ মে) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা।

এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- জলঢাকা উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আলী, নারী ভাইস চেয়ারম্যান রিভা আমজাদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ-উজ-জামান ও প্রাথমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী প্রমুখ।

উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা অংশ নেয়।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, মে ১৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।