ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বেগম রোকেয়ার জন্মদিনে গুগলের শুভেচ্ছা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৭
বেগম রোকেয়ার জন্মদিনে গুগলের শুভেচ্ছা রোকেয়া দিবসে গুগল ডুডলের ছবিটি গুগলের মূল পাতা থেকে নেওয়া।

ঢাকা: বাংলার নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী পালন করছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। রোকেয়া দিবসে গুগলের হোম পেজে শুভেচ্ছা জানিয়ে এসেছে ডুডল।

বেগম রোকেয়ার যে ছবিটি নারী জাগরণের প্রতীক হিসেবে পরিচিত, সেই ছবিটিই গুগলের পাতার লোগোর মাঝে শোভা পাচ্ছে শনিবারের (০৯ ডিসেম্বর) প্রথম প্রহর থেকেই।
 
শনিবারই পালিত হচ্ছে বেগম রোকেয়ার ১৩৭তম জন্মবার্ষিকী ও ৮৫তম মৃত্যুবার্ষিকী।


 
বিশেষ কোনো দিনে গুগলের হোম পেজে বিশেষত্ব নিয়ে লোগোটি এলে তাকে বলা হয়, ‘গুগল ডুডল’। আন্তর্জাতিক ও জাতীয় দিবস বা ব্যক্তি বিশেষের জন্ম দিনে গুগলের হোম পেজ আলাদা বিশেষত্ব নিয়ে হাজির হয়।
 
১৯৯৮ সাল থেকে গুগল ডুডল নিয়ে আসছে গুগল। এর আগেও বাংলাদেশের জাতীয় দিবসসহ বেশি কিছু গুরুত্বপূর্ণ দিনে একই বিশেষত্বে অনলাইনে হাজির হয়েছিল গুগল।
 
বেগম রোকেয়া নারীদের জন্য নতুন দিগন্তের উন্মোচন করে দিয়েছিলেন। তারই হাত ধরে এগিয়ে যাচ্ছে বাঙালি নারী সমাজ।
 
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৭
এমআইএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।