ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাড়ির উঠানে আছড়ে পড়লো স্যামসাংয়ের স্যাটেলাইট

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
বাড়ির উঠানে আছড়ে পড়লো স্যামসাংয়ের স্যাটেলাইট

ঢাকা: যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য মিশিগানের বাসিন্দা ন্যান্সি ওয়েলকি। একদিন সকালে ঘুম থেকে উঠে বাড়ির উঠানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। উদ্দেশ্য, উঠানের খামারে থাকা ঘোড়াদের খাবার খাওয়াবেন।

কিন্তু হঠাৎই জানালা দিয়ে কিছু একটা দেখতে পান ন্যান্সি। এরপর তৎক্ষণাৎই ছুটে যান উঠানে।

গিয়ে দেখেন, একটি স্যাটেলাইটের ধ্বংসাবশেষ পড়ে আছে। ওই স্যাটেলাইটের গায়ে থাকা লোগো দেখে বুঝতে পারেন এটি স্যামসাংয়ের স্যাটেলাইট।

শনিবার (২৬ অক্টোবর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও-তে ন্যান্সি বলেন, এটি অবিশ্বাস্য! দেখুন আমার বাড়ির উঠানে কী পড়েছে। আপনারা ধারণাই করতে পারবেন না কী ঘটতে যাচ্ছে। এই শিশুটি (স্যাটেলাইটের ধ্বংসাবশেষ) আকাশ থেকে আমাদের উঠানে পড়েছে।

ন্যান্সি জানান, ওই স্যাটেলাইটির ভেতরে দু’টি ক্যামেরা ও একটি স্যামসাংয়ের মোবাইল ফোনও পাওয়া গেছে।

এদিকে এই ঘটনার পর দেওয়া এক বিবৃতিতে স্যামসাং জানিয়েছে, এই ঘটনার জন্য তারা দুঃখিত। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।