ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ক্রিয়েটিভ-ইনোভেটিভ শিক্ষার ওপর জোর দিতে হবে: পলক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
ক্রিয়েটিভ-ইনোভেটিভ শিক্ষার ওপর জোর দিতে হবে: পলক

ঢাকা: চতুর্থ শিল্পবিপ্লব মোকাবিলায় ক্রিয়েটিভ ও ইনোভেটিভ শিক্ষার ওপর জোর দেওয়ার প্রতি গুরুত্বারোপ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। 

বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর মিরপুরে স্কলাস্টিকা স্কুলে ‘স্কলাস্টিকা টেকফেস্ট ২০১৯’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লব আমাদের দ্বারপ্রান্তে।

এ শিল্পবিপ্লব মোকাবিলায় আমাদের ক্রিয়েটিভ ও ইনোভেটিভ শিক্ষার ওপর জোর দিতে হবে। প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে সরকার, অ্যাকাডেমিয়া ইন্ডাস্ট্রির মধ্যে যোগসূত্র স্থাপন করতে হবে। তরুণদের কর্মসংস্থানের লক্ষ্যে   স্টাটআপ ইকোসিস্টেম গড়ে তুলতে আইসিটি বিভাগের অধীন আইডিয়া (ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ একাডেমি) ও এলআইসিটি (এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স) প্রকল্পসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের তরুণ প্রজন্ম অনেক মেধাবী। তাদের সঠিকভাবে কাজে লাগাতে হবে। আমাদের ২৮ টি হাইটেক পার্কে তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনকে সঠিকভাবে এগিয়ে নিতে প্রশিক্ষণসহ বিভিন্ন সহায়তা দিচ্ছে। তৃণমূল পর্যায়ে ইন্টারনেট সহজলভ্য করতে সব ইউনিয়নে অপটিক্যাল ফাইবার সংযোগ স্থাপনে আইসিটি বিভাগ কাজ করছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য করেন স্কলাস্টিকা মিরপুর শাখার প্রধান নুরুন্নাহার মজুমদার।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
এসএইচএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।