আইফোন ফোর এর ত্রুটি সমাধানে পরার্মশ দিয়েছে অ্যাপল প্রধান নির্বাহী স্টিভ জবস। যেহেতু আইফোন সেটের বামে নিচের দিকে অ্যান্টেনা আছে।
উল্লেখ্য, আইফোন ফোর ব্যবহারের পর ভোক্তারা এর অ্যান্টেনা নিয়ে অভিযোগ করে। ভোক্তারা জানায়, আইফোন ফোর এ পূর্ণাঙ্গ সিগন্যাল পাওয়া যাচ্ছে না। সঙ্গে অ্যান্টিনাও তেমন কাজ করছে না। আইফোন ফোন সেটের বামে নিচের দিকে অ্যান্টেনা আছে। তাই কোনো ভোক্তা বাম হাতে ফোনটি ধরলে অ্যান্টেনাটি ঢেকে যায়। ফলে নেটওয়ার্ক আইকন ক্রমান্বয়ে মুছে যেতে থাকে। অর্থাৎ ফোনটি নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হতে থাকে। অভিযোগের পর জবস ভোক্তাদের উল্লেখিত পরামর্শ প্রদান করেন।
বাংলাদেশ স্থানীয় সময় ১৬০৩ ঘণ্টা, জুন ২৫, ২০১০
এমআই/এসএইচ