ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইপ্যাড ন্যানো ও আইফোন ফোর

কারিগরিভাবে অনেকটাই অভিন্ন

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০১ ঘণ্টা, জুন ২৫, ২০১০

আইপড ন্যানোর পর বিশ্ব মাতিয়ে তুলেছে আইফোন ফোর। নির্মাতা বিশ্লেষকরা এ মুহুর্তে পণ্য দুটি নিয়ে চুলচেরা বিশ্লেষণে মাঠে নেমে পড়েছেন।

আর তাতেই বেড়িয়ে এসেছে পণ্য দুটির অভ্যন্তরীণ কারিগরি অভিন্নতা।
 
আইফোন এর কারিগরি অবকাঠামোতে খুব একটা পরিবর্তন আসেনি বলে দাবি করেছে গবেষণা প্রতিষ্ঠান টেকইনসাইটস। প্রাতিষ্ঠাানিক সূত্রে জানা যায়, অ্যাপলের আইফোন ও আইপ্যাড ন্যানো এর অভ্যন্তরীণ কারিগরি অবকাঠামো তুলনামূলক একই রকম। তাছাড়া আইপ্যাডের প্রায় ৭টি চিপ আইফোন ফোর এ ব্যবহৃত হয়েছে। পাশাপাশি আইপ্যাডের ব্রডকম ব্লুটুথ এফএম রেডিও কমবো চিপ, ব্রডকম জিপিএস ডিভাইস, সিরাস লজিক অডিও কোডেক এবং ডায়লগ পাওয়ার ম্যানেজমেন্ট চিপ আইফোন ফোর এর কারিগরি অবকাঠামোতেও ব্যবহার করা হয়েছে।  

বাংলাদেশ স্থানীয় সময় ১৭০১ ঘণ্টা, জুন ২৫, ২০১০
এমআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।