ঢাকা, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বিশ্বজুড়ে আর্থ আওয়ারে ব্যাপক সাড়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৪, মার্চ ৩১, ২০১২
বিশ্বজুড়ে আর্থ আওয়ারে ব্যাপক সাড়া

ঢাকা: বাংলাদেশে আর্থ আওয়ারে শনিবার রাত সাড়ে ৮টা থেকে এক ঘণ্টা সব ধরনের বৈদ্যুতিক বাতি বন্ধের আহ্বানে খুব একটা সাড়া না পাওয়া গেলেও বিশ্বের অন্য দেশগুলোতে এতে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।

প্রতিবছরের মত এবারো ৩১ মার্চ রাতে আর্থ আওয়ার উপলক্ষে ১৪৭টি দেশের ৫ হাজার ৪১১ শহরে এক ঘণ্টার জন্য বাতি নিভিয়ে রাখার ঘোষণা দেওয়া হয়।



এই ঘোষণায় সাড়া দিয়ে একাত্মতা প্রকাশ করে বিশ্বের প্রধান প্রধান শহরগুলোতে মানুষ এক ঘণ্টা বৈদ্যুতিক বাতি বন্ধ করে দিবসটি পালন করে।

ভারতের অন্যান্য রাজ্য শহরগুলোর মত রাজধানী দিল্লিতে রাত সাড়ে ৮টা থেকে সকল প্রকার বৈদ্যুতিক বাতি নিভিয়ে আর্থ আওয়ার পালন করা হয়। এসময় দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা যেমন ইন্ডিয়া গেটেরও বাতি নিভিয়ে ফেলা হয়।
 
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ওই সময় মানুষ রাস্তায় নেমে আর্থ আওয়ার পালন করে। স্থানীয় সময় ঠিক ৮টার সময় ঘোষণা অনুযায়ী নিভে যায় সুউচ্চ সব ভবনের সব বাতি।
 
কানাডার রাজধানী অটোয়াতে আর্থ আওয়ারে সব ধরনের বৈদ্যুতিক বাতি নিভিয়ে ফেলতে দেখা যায়। এসময় ছোট ছোট ছেলে-মেয়েরা বিভিন্ন স্থানে মোমবাতি জ্বালিয়ে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের পান্ডা সম্বলিত লোগো তৈরি করে এতে সংহতি প্রকাশ করে।
ফ্রান্সের রাজধানী প্যারিসে আইফেল টাওয়ারের সামনে অসংখ্য মোম বাতি জ্বালিয়ে মানুষ আর্থ আওয়ার পালন করে। এছাড়া ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা, মিশরের রাজধানী কায়রো, মালয়েশিয়ার রাজধানী কুঢালালামপুরসহ বিভিন্ন শহরের মানুষ বৈদ্যুতিক বাতি বন্ধ করে করে এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সময়টি পার করেছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০১২

সম্পাদনা: সুমন মজুমদার, নিউজরুম এডিটর/আহ্সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।