ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

নেপালে জেন-জি আন্দোলনের সময় আগুন দেওয়া ভবনে মিলছে লাশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৭, সেপ্টেম্বর ১৪, ২০২৫
নেপালে জেন-জি আন্দোলনের সময় আগুন দেওয়া ভবনে মিলছে লাশ

নেপালে গত সপ্তাহের সহিংস গণআন্দোলনে নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) দেশটির সরকার এ তথ্য জানিয়েছে।

গত সোমবার ও মঙ্গলবার ‘জেন-জি’ প্রজন্মের আন্দোলন তীব্র রূপ নেয়। মঙ্গলবারই প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি দেশ ছেড়ে পালিয়ে যান। তার পরপরই বিক্ষুব্ধ জনতা সরকারি ভবন, মন্ত্রী-এমপিদের বাসভবন, আদালত এমনকি পার্লামেন্ট ভবনেও আগুন ধরিয়ে দেয়। এখন সেই ভবনগুলো থেকে পুড়ে যাওয়া মানুষের লাশ উদ্ধার করছে ফায়ার সার্ভিস।

ওলি পালানোর দিনই নেপালের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ে। বিশৃঙ্খলার কারণে ফায়ার সার্ভিস কর্মীরাও আগুন লাগা ভবনগুলোয় প্রবেশ করতে পারেনি।

নেপালের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র প্রকাশ বুড়াধোকি জানিয়েছেন, শপিং মল, আবাসিক ভবনসহ যেসব স্থাপনায় আগুন দেওয়া হয়েছিল, সেসব জায়গা থেকে এখন লাশ পাওয়া যাচ্ছে।

এর আগে শনিবার সরকার জানিয়েছিল, এ ঘটনায় ৫১ জন নিহত হয়েছেন। কিন্তু সর্বশেষ তথ্য অনুযায়ী নিহত বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ২ হাজার ১১৩ জন।

এদিকে কেপি শর্মার পদত্যাগের পর গত শুক্রবার রাতে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি।

রোববার (১৪ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যারা আন্দোলনের নামে এসব ধ্বংসযজ্ঞ চালিয়েছে তারা যদি নেপালি হয়ে থাকে, আমি লজ্জিত। জরুরি প্রতিষ্ঠানগুলো ধ্বংসকারীদের নেপালি বলা যায় না।

এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।