ঢাকা, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইয়েমেনে ফের জঙ্গি হামলা, ৭ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৭, এপ্রিল ১, ২০১২
ইয়েমেনে ফের জঙ্গি হামলা, ৭ সেনা নিহত

ঢাকা: ইয়েমেনের ফের জঙ্গি হামলায় দক্ষিণাঞ্চলীয় হাদরামউত প্রদেশে ৭ সেনা সদস্য নিহত হয়েছে।
রোববার এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

 

শনিবারও দেশটির আবয়ান প্রদেশে একটি তল্লাশি চৌকিতে একই ধরনের জঙ্গি হামলায় ২০ সেনা সদস্য নিহত হবার একদিন পরেই ফের হামলার ঘটনা ঘটলো।

শনিবারের হামলার জন্য দেশটির আল কায়েদা সংশ্লিস্ট জঙ্গি দল আনসার আল-শরিয়াকে দায়ি করা হয়েছে। ওই হামলায় জঙ্গি দলটি স্থানীয় মিডিয়াতে পাঠানো এক বার্তায় ৩০ জন সেনা সদস্যকে হত্যা করেছে বলে দাবি করে।

গত ফেব্রুয়ারিতে ইয়েমেনে প্রেসিডেন্ট আব্দুল রাব্বু মনসুর হাদি ক্ষমতায় আসার পর থেকেই জঙ্গি দলটি সেনাবাহিনীর সদস্যদের উপর হামলা জোরদার করেছে।

এর প্রেক্ষিতে গত মাসের শুরুর দিকে দক্ষিণাঞ্চলীয় প্রদেশ আবয়ানে ইয়েমেন সরকার বিমান হামলা চালিয়ে শতাধিক জঙ্গি সদস্যকে হত্যা করে। এছাড়া সাম্প্রতিক দিনগুলোতে ইয়েমেনে আল কায়েদা জঙ্গিদের দমনে মার্কিন সরকারও ড্রোন হামলা চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, এপ্রিল ১, ২০১২

সম্পাদনা: সুমন মজুমদার, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।