ঢাকা : বিশ্বব্যাংকের প্রধান হিসেবে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মনোনীত প্রার্থী জিম ইয়ং কিমের প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করেছে জাপান সরকার।
রোববার জাপান সরকারের এ সংক্রান্ত এক বৈঠক শেষে দেশটির অর্থমন্ত্রী জুন আজুমি এ কথা জানান।
কোরিয়ান বংশদ্ভূত আমেরিকান চিকিৎসক জিম ইয়ং কিম ছাড়াও বিশ্ব ব্যাংকের প্রধানের পদের জন্য অন্য প্রতিদ্বন্দি প্রার্থীরা হলেন নাইজেরিয়ার অর্থমন্ত্রী নগোজি ওকোনজো আইওয়েলা এবং কলম্বিয়ার সাবেক অর্থমন্ত্রী জোসে এন্টোনিও ওকাম্পো।
সম্প্রতি নিজের প্রার্থীতার পক্ষে সমর্থন আদায়ের জন্য জিম ইয়ং কিম ওয়ার্ল্ড টুরের অংশ হিসেবে টোকিও সফর করেন। মূলত এরপরেই জাপান সরকার তার প্রতি নিজেদের সমর্থনের কথা ঘোষণা দিলো।
কিমকে সমর্থনের বিষয়ে জাপানের অর্থমন্ত্রী আজুমি বলেন, আমাদের মনে হয়েছে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে কিম সবচেয়ে যোগ্য প্রার্থী এবং আমরা তাকে আমাদের সমর্থন দিয়েছি।
আজুমি আরো বলেন, গুরুত্বপূর্ণ উন্নয়ন সহায়ক হিসেবে জাপান বিশ্বব্যাংকের রাজনীতিতে কতটুকু প্রভাব রাখতে পারে কিম তা বোঝার জন্য যোগ্য প্রার্থী।
চিকিৎসক জিম ইয়ং কিম বিশ্বজুড়ে এইডস সংক্রান্ত ইস্যুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে কাজ করার জন্য বিভিন্ন দেশে সুপরিচিত।
উল্লেখ্য, আগামী শনিবার জিম ইয়ং কিম নিজের প্রার্থীরা জন্য সমর্থন আদায়ে ওয়ার্ল্ড টুরের অংশ হিসেবে চিন সফর করবেন।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১২
সম্পাদনা: সুমন মজুমদার, নিউজরুম এডিটর