ঢাকা: যুক্তরাজ্যে ইন্টানেট ব্যবহারকারীদের ফোন কল, ই-মেইল, টেক্সট ও বিভিন্ন ওয়েবসাইট ভিজিটে নজরদারি শুরু করতে যাচ্ছে দেশটির সরকার।
খুব শীঘ্রই যুক্তরাজ্যে এ সংক্রান্ত একটি আইনের অধিনে সরকার এই নজরদারির ঘোষণা করতে যাচ্ছে বলে জানা গেছে।
ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকেও প্রয়োজনে গোয়েন্দা সংস্থার কাছে তাদের যোগাযোগের মাধ্যম জিসিএইচকিউ দিতে হবে বলে জানা গেছে।
এ বিষয়ে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, মূলত ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড রখতেই তারা এই ব্যবস্থা নিতে যাচ্ছে। তবে দেশটির সুশীল সমাজ সরকারের এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন।
ধারণা করা হচ্ছে আগামী মে মাসে রাণী এলিজাবেথের ভাষণের সময় এই নতুন আইনের ঘোষণা দেওয়া হবে।
উল্লেখ্য, যুক্তরাজ্যে গত লেবার পার্টির সরকারের সময় ইন্টারনেটে সরকারি নজরদারির উদ্দোগ নেওয়া হলেও বিরোধীদের প্রবল প্রতিবাদের মুখে তা বন্ধ রাখা হয়।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১২
সম্পাদনা: সুমন মজুমদার, নিউজরুম এডিটর