ঢাকা, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতে আসছেন জারদারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩১, এপ্রিল ১, ২০১২
ভারতে আসছেন জারদারি

ঢাকা: পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ব্যক্তিগত কাজে এক দিনের সফরে আগামী বুধবার ভারতে আসছেন বলে জানা গেছে।
 
তিনি আগামী ৪ এপ্রিল ভারতের আজমিরে অবস্থিত খাজা মঈনুদ্দিন চিশতির মাজারে যাবেন।


 
জারদারির সফর সম্পূর্ণ ধর্মীয় কারণে হলেও ভারতীয় সরকার এই সুযোগ কাজে লাগাতে উৎসাহী হয়ে উঠেছে বলে খবর পাওয়া গেছে। তারা এসময় জারদারির সাথে রাজনৈতিক কিছু বিষয়ে আলোচনা করার আগ্রহ প্রকাশ করেছে।
 
তবে সফরকালে জারদারি ভারতীয় প্রধানমন্ত্রী বা রাজনৈতিক কোন ব্যক্তিত্বের সাথে দেখা করবেন কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১২

সম্পাদনা: সুমন মজুমদার, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।