ঢাকা, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ফিজিতে রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০২, এপ্রিল ১, ২০১২
ফিজিতে রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা

ঢাকা : বন্যা ও ভারি বর্ষণে বিপর্যস্থ দক্ষিণ প্রশান্ত মহাসাগীয় দেশ ফিজিতে রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা কর‍া হয়েছে।

দেশটির সরকার ফিজিতে থাকা বিদেশী নাগরিকদের তাদের নিরাপত্তা বিষয়ে সচেতন থাকতে নির্দেশ দিয়েছে।

তারা দেশের এই জরুরি পরিস্থিতিতে বিদেশী নাগরিকদের নিরাপত্তার বিষয়ে নিশ্চয়তা দিতে পারবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছে।

রোববার এক প্রকাশিত এক সরকারি বিবৃতিতে ফিজি সরকার এই জরুরি অবস্থা ঘোষণা করে।

দেশটি গত কয়েকদিনের আকস্মিক বন্যা ও ভারি বর্ষণে ২ জন প্রাণ হারিয়েছে এবং কমপক্ষে ৫০ হাজার মানুষ ঘর হারিয়ে আশ্রয়কেন্দ্রে গিয়ে উঠেছে।

এদিকে বণ্যার পানি অব্যাহতভাবে বাড়তে থাকায় নাদি শহরে আন্তর্জাতিক বিমানবন্দরের সাথে রাজধানী সুবার সকল ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কর্তৃপক্ষ দেশটিতে থাকা সকল বিমান সংস্থাকে আগামী সোমবার পর্যন্ত কোন বিদেশী পর্যটককে না আনার জন্য নির্দেশ দিয়েছে। যা পর্যটন নির্ভর দেশ ফিজির জন্য নজিরবিহীন ঘটনা।  

ফিজির পর্যটনমন্ত্রী আয়াজ সাঈদ খাইয়ুম জানিয়েছেন, মূলত বিদেশী পর্যটক ও নাগরিকদের নিরাপত্তার স্বার্থেই সরকারতাদের দেশ থেকে ফিরিয়ে দিচ্ছে।

ফিজির জাতীয় বিমানসংস্থা এয়ার প্যাসিফিক জানিয়েছে, রোববার তারা তাদের নির্ধারিত সকল ফ্লাইট স্থগীত করেছে।

তবে যে সকল পর্যটক নাদি বিমানবন্দরে আটকে পড়েছে শুধুমাত্র তাদের জন্যই কিছু সংখ্যক ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

ফিজি এয়ারপোর্টের চিফ এক্সিকিউটিভ টনি গোলিন জানিয়েছেন, নাদি বিমানবন্দরে এখন পর্যন্ত প্রায় ১’শ বিদেশী নাগরিক বর্হিহমনের জন্য অপেক্ষায় রয়েছেন।

দেশটির সরকার বিভিন্ন দুর্গত অঞ্চলে মানুষদের সহায়তায় পুলিশ ও সেনাবাহিনী তলব করেছে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১২

সম্পাদনা: সুমন মজুমদার, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।