ঢাকা, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বেতন পাবেন সিরিয়ার বিদ্রোহী যোদ্ধারা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৯, এপ্রিল ১, ২০১২
বেতন পাবেন সিরিয়ার বিদ্রোহী যোদ্ধারা

ঢাকা: সিরিয়ায় প্রেসিডেন্ট বাসার আল আসাদের অনুগত বাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত বিদ্রোহী যোদ্ধাদের বেতনভুক্ত করার কথা জানিয়েছে দেশটির বিরোধী দল সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল (এসএনসি)।

রোববার তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ফ্রেন্ডস অব সিরিয়া শীর্ষক বৈঠকের শেষে এনএলসি ও উপস্থিত দেশের প্রতিনিধিরা এ প্রস্তাব করেন।

এই বৈঠকে বিশ্বের ৭০টি পশ্চিমা ও আরব দেশ সিরিয়ায় আসাদ সরকারের বিরুদ্ধে আন্দোলনরত বিদ্রোহীদের সাথে সংহতি জানায়।

বৈঠকে উপস্থিত বিভিন্ন দেশের প্রতিনিধিরা জানান, আরব উপসাগরীয় ধনী দেশগুলো এখন থেকে প্রতিমাসে এনএলসি যোদ্ধাদের জন্য মিলিয়ন ডলার অর্থ সাহায্য পাঠাবে। বিশেষ করে যে সকল যোদ্ধা আসাদ অনুগত বাহিনী ছেড়ে বিদ্রোহী বাহিনীতে যোগ দেবেন তারা এই অর্থসাহায্য থেকে প্রতিমাসে বেতন পাবেন বলেও জানানো হয়।

বৈঠকে সৌদি আরব খোলাখুলিভাবে সিরিয়ান বিদ্রোহীদের অস্ত্র সরবরাহেরও প্রস্তাব দিয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র এবং তুরস্ক সৌদি এই প্রস্তাবে সমর্থন দেয়নি। কারণ তাদের মতে এই মুহূর্তে বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ করলে দেশটি গৃহযুদ্ধের হুমকিতে পড়বে।
বৈঠকে দেশগুলো আবার সিরিয়া সরকারকে দেশের ভেতর রক্তপাত বন্ধে অতিদ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানায়।

বৈঠকে আসাদ সরকারের ঘনিষ্ট মিত্র বলে পরিচিত চিন ও রাশিয়া উপস্থিত ছিলো না।          

আসাদ সরকার বৈঠকে উপস্থিত সব দেশকে সিরিয়ার শত্রু বলে চিহ্নিত করেছে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১২

সম্পাদনা: সুমন মজুমদার, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।