ঢাকা, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সার্বিয়ায় নাইটক্লাবে অগ্নিকাণ্ডে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৩, এপ্রিল ১, ২০১২
সার্বিয়ায় নাইটক্লাবে অগ্নিকাণ্ডে নিহত ৬

ঢাকা: সার্বিয়ার উত্তরাঞ্চলীয় শহর নভি সাদে একটি নাইটক্লাবে অগ্নিকাণ্ডে ৬ জন নিহত হয়েছে।
রোববার স্থানীয় সময় দুপুর ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা প্রিদাগ ম্যারিক জানান, অগ্নিকাণ্ডের সময় নাইটক্লাবটিতে কমপক্ষে সোড়ে ৩’শ মানুষ ছিলো। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন মহিলা রয়েছেন। ধোঁয়াতে দমবন্ধ হয়েই তারা মারা গেছেন বলে জানান তিনি।  

বৈদ্যুতিক ত্রুটিই অগ্নিকাণ্ডের কারণ বলে জানিয়েছে পুলিশ। ইতোমধ্যে ক্লাবটির মালিক ও দুই জনকে গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনার জন্য নভি সাদের মেয়র শহরটিতে ৩ দিনের শোক ঘোষণা করেছেন।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১২
সম্পাদনা: সুমন মজুমদার, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।