ঢাকা, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

শেষ রক্ষা হলো না টর জানের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৬, এপ্রিল ১, ২০১২
শেষ রক্ষা হলো না টর জানের

ঢাকা: শেষপর্যন্ত ভাগ্য সহায় হলো না আফগান পুলিশ অফিসার টর জানের। ১৬ বার তালিবানদের বোমা হামলা থেকে বেঁচে ফিরলেও এবার আর বাঁচতে পারেননি তিনি।

রোববার অবশেষে সেই তালিবানদের বোমা হামলাতেই মরতে হয়েছে তাকে।

আফগান পুলিশের মধ্যে সৌভাগ্যবান নামে পরিচিত টর জান ছিলেন দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ উরুজগানের একটি পুলিশ পোস্টের প্রধান। তিনি তালিবানদের বিরুদ্ধে বিভিন্ন দুঃসাহসিক হামলার জন্য আফগানিস্তান জুড়ে সুপরিচিত ছিলেন।

তালিবানরা এর আগে শুধুমাত্র অনেকসময় তাকে হত্যার জন্যই ১৬ বার বোমা হামলা চালিয়েছিলো। কিন্তু আশ্চর্যজনকভাবে টর জান সকল হামলা থেকে বেঁচে ফিরে এসেছেন।

অবশ্য রোববার আর শেষ রক্ষা হয়নি তার। উরুজগানের তিরিন কোট জেলায় রাস্তার পাশে পেতে রাখা একটি বোমায় তার গাড়ি বিস্ফোরিত হয়।

উরুজগানের পুলিশ কর্মকর্তা টর জান সম্পর্কে বলেন, সে ছিলো একজন নির্ভীক অফিসার এবং তালিবানদের বিরুদ্ধে অত্যন্ত সক্রিয়। তালিবানরা তাকে শত্রু হিসেবে চিহ্নিত করতো।      

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১২
সম্পাদনা: সুমন মজুমদার, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।