ঢাকা, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইতালির ফুটবল তারকা জর্জিও চিনাগলিয়া মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৪, এপ্রিল ২, ২০১২
ইতালির ফুটবল তারকা জর্জিও চিনাগলিয়া মারা গেছেন

ঢাকা: সাবেক ইতালীয় ফুটবলার জর্জিও চিনাগলিয়া মারা গেছেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত নিজ বাড়িতে ৬৫ বছর বয়সী এই ফুটবলার মারা যান বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন তার বন্ধু ও সাবেক সহ খেলোয়াররা।

দীর্ঘদিন ধরেই তিনি হৃদরোগে ভুগছিলেন।

ইতালিতে জন্ম নিলেও চিনাগলিয়া বেড়ে ওঠেন ব্রিটেনের ওয়েলসে। ফুটবল ক্যারিয়ার শুরু করেন ওয়েলসের সয়ানসি টাউন ফুটবল ক্লাবে। পরবর্তীতে তিনি ইতালির বিখ্যাত ফুটবল ক্লাব ল্যাজিওতে যোগ দেন। তবে চিনাগলিয়া ক্যারিয়ার শেষ করেন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত নিউইয়র্ক কসমস ফুটবল ক্লাবে খেলে। তিনি বিখ্যাত হন মূলত এই ক্লাবের হয়েই খেলে। নর্থ আমেরিকান সকার লিগে কসমসের হয়ে তিনি রেকর্ড ২৬২ গোল করেন।

ল্যাজিওতে থাকা অবস্থায় তিনি ১৯৭২ সালে তিনি ইতালির জাতীয় দলে ডাক পান। তিনি ইতালির হয়ে ১৯৭৪ সালের বিশ্বকাপেও অংশ নেন। ইতালির হয়ে ১৪ টি আন্তর্জাতিক ম্যাচ খেলা চিনাগলিয়া ১৯৭৬ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক কসমস ক্লাবে যোগ দেন। ব্রাজিলের ফুটবল তারকা পেলে এবং জার্মান কিংবদন্তী ফ্রেঞ্জ বেকেনবাওয়ার কসমসে তার সহ ফুটবলার  ছিলেন।

পরবর্তীতে তিনি ১৯৮৩ থেকে ৮৫ সাল পর্যন্ত ল্যাজিও ফুটবল ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে ল্যাজিও ফুটবল ক্লাব এক বিবৃতিতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।

বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১২

সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।