ঢাকা, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মেক্সিকোর সাবেক প্রেসিডেন্ট মিগুয়েল ডি লা মাদ্রিদ মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৪, এপ্রিল ২, ২০১২
মেক্সিকোর সাবেক প্রেসিডেন্ট মিগুয়েল ডি লা মাদ্রিদ মারা গেছেন

ঢাকা: মেক্সিকোর সাবেক প্রেসিডেন্ট মিগুয়েল ডি লা মাদ্রিদ মারা গেছেন। দীর্ঘ রোগভোগের পর ৭৭ বছর বয়সী এই সাবেক প্রেসিডেন্ট রোববার মারা যান বলে জানিয়েছেন তার পরিবারের সদস্য ও শুভাকাঙ্খীরা।


 
১৯৮২ থেকে ৮৮ সাল পর্যন্ত তিনি মেক্সিকোর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তার আমলেই মেক্সিকো মুক্তবাজার অর্থনীতির পথ গ্রহণ করে।

তবে ১৯৮৫ সালে মেক্সিকো সিটিতে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পের পরে যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করতে তার সরকার ব্যর্থ হয় বলে সে সময় ব্যাপক সমালোচনা হয়।

তার মৃত্যুতে মেক্সিকোর বর্তমান প্রেসিডেন্ট ফেলিপ ক্যালদেরন গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি বলেন প্রেসিডেন্ট হিসেবে নিজের মেয়াদকালে মিগুয়েল মাদ্রিদকে কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে।

আইনজীবি ও অর্থনীতিবিদ মিগুয়েল ডি লা মাদ্রিদ মেক্সিকোর ঐতিহ্যবাহী ইন্সটিটিউশনাল রেভলুশনারি পার্টি বা পিআরআই থেকে মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচিত হন। দলটি গত বিংশ শতাব্দীর অধিকাংশ সময় জুড়ে মেক্সিকোর শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ছিলো।

নিজের শাসনকালে তিনি শতাধিক রাষ্ট্রনিয়ন্ত্রিত কোম্পানিকে বেসরকারি খাতে ছেড়ে দেন। এর পাশাপাশি তিনি মেক্সিকোতে বিদেশি বিনিয়োগ এবং বাণিজ্যের বিস্তারকেও উৎসাহিত করেন।

তবে পরবর্তীতে উচ্চ মুদ্রাস্ফীতি এবং বাড়তে থাকা বিদেশী ঋনের ফলে তার সরকারকে কঠিন পরিস্থিতির সামনে পড়তে হয়।

বাংলাদেশ সময়:১৪০৯ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১২

সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।