ঢাকা: অবৈধভাবে পাকিস্তানে অবস্থানের দায়ে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের স্ত্রী ও কন্যাদের কারাদণ্ড প্রদান করেছেন পাকিস্তানের একটি আদালত। সোমবার বিন লাদেনের সৌদি এবং ইয়েমেনি বংশোদ্ভূত তিন বিধবা স্ত্রী ও দুই কন্যাকে পাকিস্তানের আদালত দেড় মাস করে কারাদণ্ড প্রদান করেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
পাশাপাশি আদালত দণ্ডের মেয়াদ শেষে অনতিবিলম্বে বিন লাদেনের পরিবারের সদস্যদের নিজ নিজ দেশে প্রত্যাবর্তনের সুযোগ করে দেওয়ার জন্য পাকিস্তান সরকারকে নির্দেশ দিয়েছেন।
বিন লাদেনের ইয়েমেনি বংশোদ্ভূত স্ত্রীর ভাই জাকারিয়া আহমেদ আব্দ আল ফাত্তাহ রায় ঘোষণার পর সাংবাদিকদের বলেন আদালত পাঁচ অভিযুক্তের প্রত্যেককে দেড় মাস করে কারাদণ্ড এবং দশ হাজার রুপি জরিমানার সাজা ঘোষণা করেছেন।
এছাড়া আদালত সরকারকে অতি দ্রুততার সঙ্গে প্রয়োজনীয় সব কাগজ পত্র তৈরি করে তাদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে বলেও জানান তিনি।
গত ৩ মার্চ থেকে তাদের সাজার দিন গণনা শুরু হবে বলে জানিয়েছেন অভিযুক্তদের আইনজীবি মোহাম্মদ আমির। এছাড়া দণ্ডের বাকি দিনগুলো তারা ইসলামাবাদে অবস্থিত তাদেরই ভিলাতেই কাটাতে পারবেন বলেও তিনি জানান। এই ভিলাটিকে পাকিস্তান সরকার ইতিমধ্যেই সাব জেল হিসেবে ঘোষণা করেছে।
পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন কমান্ডো অভিযানে ওসামা লাদেন মারা যাওয়ার পর থেকেই তার তিন স্ত্রী ও সন্তানেরা পাকিস্তানি কর্তৃপক্ষের হেফাজতে রয়েছেন।
বাংলাদেশ সময়:১৭০৬ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর