ঢাকা, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ক্যালিফর্নিয়ার বিশ্ববিদ্যালয়ে গুলি, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩৫, এপ্রিল ৩, ২০১২
ক্যালিফর্নিয়ার বিশ্ববিদ্যালয়ে গুলি, নিহত ৭

ঢাকা : যুক্তরাষ্ট্রের ক্যালিফর্নিয়া অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে গুলিবর্ষণে ৭ জন নিহত ও ৪ জন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় মিডিয়া। তবে সরকারি ভাবে হতাহতের সংখ্যা এখনো নিশ্চিত করা হয়নি।

মঙ্গলবার সকালে দেশটির ক্যালিফর্নিয়া অঙ্গরাজ্যের ওকল্যান্ড শহরের ওইকোস বিশ্ববিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা নিশ্চিত করা যায়নি। তবে একজন সন্দেহভাজনকে পুলিশ ইতোমধ্যে পার্শ্ববর্তী শহর আলামিডার একটি সপিংমল থেকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ পুরো বিশ্ববিদ্যালয় ভবণ ঘিরে রেখেছে।

উল্লেখ্য, ওইকোস বিশ্ববিদ্যালয়ে ধর্মতত্ত্ব বিষয়ে শিক্ষা প্রদান করা হতো।

বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১২

সম্পাদনা: সুমন মজুমদার, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।