ঢাকা, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

লস্কর চিফকে ধরতে যুক্তরাষ্ট্রের পুরষ্কার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৪৫, এপ্রিল ৩, ২০১২
লস্কর চিফকে ধরতে যুক্তরাষ্ট্রের পুরষ্কার ঘোষণা

ঢাকা: পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর ই-তৈয়বার প্রধান হাফিজ সাঈদকে ধরতে ১০ মিলিয়ন ডলার পুরষ্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
তাকে জীবিত বা মৃত কিংবা সাঈদকে ধরতে তার সম্পর্কে তথ্যদাতাকে এই পুরষ্কার দেওয়া হবে বলে জানানো হয়েছে।

এছাড়া সাঈদের শ্যালক লস্কর ই-তৈয়বার সহ প্রতিষ্ঠাতা আব্দুল রেহমান মাক্কিতে ধরতেও ৩ মিলিয়ন ডলার পুরষ্কার ঘোষণা করা হয়।
সম্প্রতি মার্কিন সহ পররাষ্ট্রমন্ত্রী ওয়েনডি সারমান ভারত সফরকালে হারিয়ানাতে আসপান ইনিস্টিটিউটে এক বক্তৃতায় ভারতীয় কর্মকর্তাদের এ কথা জানান।

পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর ই-তৈয়বার প্রধান সাঈদকে ভারতের মুম্বাইতে ২৬/১১ হামলার প্রধান পরিকল্পনাকারী মনে করা হয়। তার সাথে আরেক সন্ত্রাসী সংগঠন আল কায়েদা ও পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সাথে ঘনিস্ট যোগাযোগ রয়েছে বলে অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, এরআগে যুক্তরাষ্ট্র ওসামা বিন লাদেনকে হত্যার পর বর্তমান আল কায়েদা প্রধান আয়মান আল জাওয়াহিরিকে ধরতে ২৫ মিলিয়ন ডলার পুরষ্কার ঘোষণা করে। যা তাকে বিশ্বের এক নম্বর মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী তালিকার শীর্ষে তুলে দেয়। বর্তমানে লস্কর্ ই-তৈয়বা প্রধান হাফিজ সাঈদ বিশ্বের সর্বোচ্চ পুরষ্কার ঘোষিত সন্ত্রাসীদের মধ্যে তালিবান নেতা মোল্লা ওমরের সাথে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে আছেন।

বাংলাদেশ সময়: ০৫৫৫ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১২

সম্পাদনা: সুমন মজুমদার, নিউজরুম এডিটর    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।