ঢাকা, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মস্কোর বাজারে আগুন:নিহত ১৫ অভিবাসী শ্রমিক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২০, এপ্রিল ৩, ২০১২
মস্কোর বাজারে আগুন:নিহত ১৫ অভিবাসী শ্রমিক

ঢাকা : রাশিয়ার রাজধানী মস্কোতে আগুনে পুড়ে ১৫ জন নিহত হয়েছেন । মস্কোর দক্ষিণাঞ্চলীয় একটি বাজার এলাকায় অবস্থিত এক গুদামে মঙ্গলবার ভোরের দিকে এই আগুন লাগে ।



নগরীর জরুরি বিভাগ জানিয়েছে নিহতদের সবাই সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রগুলো থেকে আসা অভিবাসী শ্রমিক। অগ্নিকা-ের শিকার দুই তলা বিশিষ্ট এই গুদামটিকে বাজারে কাজ করা শ্রমিকদের বাসস্থান হিসেবে ব্যবহার করা হতো।

শ্রমিকরা গুদামটিতে গাদাগাদি করে বাস করতো বলে জানিয়েছেন ঘটনাস্থলে উপস্থিত আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা।

সোমবার রাতে মস্কোর একটি বহুতল ভবনে আগুন লাগার কয়েক ঘণ্টা পরই কাচালভস্কি বাজারে অবস্থিত ভবনটিতে স্থানীয় সময় মঙ্গলবার ভোর চারটায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে তবে ধারণা করা হচ্ছে একটি ইলেক্ট্রিক হিটার থেকে এই অগ্নিকাণ্ডের সূচনা ঘটে বলে জানায় রাশিয়ার একটি সংবাদমাধ্যম।

মস্কোর বাজারগুলোতে মূলত মধ্য এশিয়া থেকে আগত শ্রমিকরা সস্তা দামে শ্রম বিক্রি করে জীবিকা নির্বাহ করে। অধিকাংশ ক্ষেত্রেই তারা তাদের কাজের উপযুক্ত পারিশ্রমিক পেতে ব্যর্থ হয়, এমনকি বাসস্থানের পর্যাপ্ত সুবিধাও তারা পায়না।

রাশিয়ার অভিবাসন বিভাগের হিসেব অনুযায়ী মধ্য এশিয়ার দেশগুলোর মধ্যে শুধু তাজিকস্তানেরই সাত লাখ অধিবাসী রাশিয়ায় বসবাস করে থাকে, যা মধ্য এশিয়ার এই দেশটির মোট জনসংখ্যার দশভাগ।

অস্বাস্থ্যকর পরিবেশ এবং শ্রমিকদের বাসস্থানের দুর্বল ব্যবস্থাপনার কারণে রাশিয়ায় এরকম অগ্নিকাণ্ডের ঘটনা প্রায়ই ঘটে। এর আগেও ২০১১ সালে মস্কোর কেন্দ্রস্থলে একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগে সেখানে বসবাসকারী সাত অভিবাসী নিহত হন।


বাংলাদেশ সময়:১৩০৯ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১২

সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।