ঢাকা, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকেই প্রমাণ দিতে বললেন হাফিজ সাইদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৯, এপ্রিল ৩, ২০১২
যুক্তরাষ্ট্রকেই প্রমাণ দিতে বললেন হাফিজ সাইদ

ঢাকা: পাকিস্তানি ধর্মীয় নেতা হাফিজ সাইদ তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পুরস্কার ঘোষণার বিষয়টিকে একটি ষড়যন্ত্র হিসেবে প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্রের কাছেই তার বিরুদ্ধে আনীত অভিযোগের প্রমাণ চাইলেন।

২০০৮ সালের মুম্বাইয়ে সংঘটিত ভয়ঙ্কর সন্ত্রাসী হামলার পেছনে তার ইন্ধন আছে বলে সন্দেহ করে আসছে ভারত এবং যুক্তরাষ্ট্র।



২০০৮ এর ওই হামলার পেছনে পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর ই তৈয়বা জড়িত বলে দাবি করা হয়। হাফিজ সাইদকে লস্কর ই তৈয়বার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বিবেচনা করে ভারত ও যুক্তরাষ্ট্র।

বিভিন্ন সন্ত্রাসী হামলার পেছনে মদতদানের অভিযোগে সম্প্রতি যুক্তরাষ্ট্র তার মাথার দাম এক কোটি ডলার বলে ঘোষণা দেয়।

এই পুরস্কার ঘোষণার প্রেক্ষিতে তার মন্তব্য চাওয়া হলে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে তিনি বলেন যুক্তরাষ্ট্রের এই ঘোষণা সম্পূর্ণে উদ্দেশ্য প্রণোদিত। মূলত পাকিস্তানের ভেতর দিয়ে আফগানিস্তানে ন্যাটো বাহিনীর রসদ সরবরাহ চ্যানেল বন্ধ করার দাবিতে সারা পাকিস্তান জুড়ে বিক্ষোভ মিছিল ডাক দেওয়ার কারণেই প্রতিহিংসা বশত তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এই মাথার দাম ঘোষণার নাটক করেছে বলে দাবি করেন তিনি।

এদিকে হাফিজ সাইদের শ্যালক আবুল রেহমান মক্কির পেছনেও ৩০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে বলে জানান ভারত সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ওয়েনডি শেরম্যান।

সম্প্রতি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে হাফিজ সাইদ এবং তার শ্যালকের মাথার দাম সম্বলিত এই ঘোষণা প্রকাশ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১২

সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর
নূরনবী সিদ্দিক সুইন, সিনিয়র নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।