ঢাকা, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

জাপানে শক্তিশালী ঝড়ে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৭, এপ্রিল ৪, ২০১২
জাপানে শক্তিশালী ঝড়ে নিহত ৪

ঢাকা : জাপানের উত্তরাঞ্চলে মঙ্গলবার এক শক্তিশালী ঝড় আঘাত হেনেছে। এতে ৪ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছে।

এই ঝড়ের প্রভাবে মঙ্গলবার পুরোদিন জুড়েই দেশটির উত্তরের বিভিন্ন জায়গায় প্রবল বাতাস ও ভারি বৃষ্টিপাত হয়েছে।

এছাড়া দেশটির উত্তরাঞ্চলীয় শহরগুলোতে অচল হয়ে পড়ে মোবাইল নেটওয়ার্ এবং বিপর্যস্থ হয় রেল ও বিমান চলাচল ব্যাবস্থা। এখনো সেখানে প্রায় ২ লাখ ঘরবাড়ি বিদ্যুৎ বিহীন অবস্থায় রয়েছে বলে জানা গেছে।  

ঝড়ের সময় দেশটির উত্তরাঞ্চলীয় প্রধান দ্বীপ হনসু এবং হোক্কাইডোর কিয়দাংশে ঘণ্টায় ১৫৬ কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যায়।  

এদিকে জাপানের আবাহাওয়া অফিস ইতোমধ্যে এই ঝড়ের প্রভাবে দেশটির কেন্দ্রীয় সমূদ্র উপকূলীয় ও উত্তারঞ্চলে অঞ্চলে দমকা বাতাস ও উঁচু ঢেউ এর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১২

সম্পাদনা: সুমন মজুমদার, নউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।